ঢাকা,শুক্রবার, ৩ মে ২০২৪

চুনতী ১৯ দিন ব্যাপী ঐতিহাসিক মাহফিলে সীরতুন্নবী (সা.) সফল করতে রামুতে প্রস্তুতি সভা

রামু প্রতিনিধি ::
আশেকে রাসুল (সঃ) হযরত শাহ মাওলানা হাফেজ আহমদ (রঃ) কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী ৫৩ তম ঐতিহাসিক মাহফিলে সীরতুন্নবী (সা.) সফল করার লক্ষ্যে কক্সবাজারের রামুতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সীরত উপ-কমিটি রামুর উদ্যোগে জুমাবার, ৮ সেপ্টেম্বর বিকাল পাঁচটায় রামু রামু ল্যাবরেটরি স্কুল মিলনায়তনে আয়োজিত এ সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- আশেকে রাসুল (সঃ) হযরত শাহ মাওলানা হাফেজ আহমদ (রঃ) এর নাতি আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত। এতে প্রধান বক্তা ছিলেন- রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা হাফেজ আবদুল হক।
বাংলাদেশ মানবাধিকার সংস্থা রামু উপজেলা সভাপতি হাফেজ আহমদের সভাপতিত্বে এবং ইসলামিক ফাউন্ডেশন রামুর মডেল কেয়ারটেকার আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন- রামু সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল হক, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, রামু ল্যাবরেটরী স্কুলের সাবেক প্রধান শিক্ষক মাহবুবুল আলম, কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ আবুল ফয়েজ আনচারী, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ, লম্বরীপাড়া দারুল কোরআন নূরানী একাডেমীর পরিচালনা মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক সাইফুল ইসলাম, বাংলাদেশ উদ্যোক্তা ফোরামের সভাপতি আদহাম বীন ইব্রাহীম প্রমূখ। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আবুল কালাম ছিদ্দিক আজাদ।
উল্লেখ্য ৫৩ তম মাহফিলে সীরতুন্নবী (সঃ) আগামী ১১ রবিউল আউয়াল ২৭ সেপ্টেম্বর শুরু হবে এবং ২৯ রবিউল আউয়াল, ১৫ অক্টোবর মোনাজাতের মাধ্যমে শেষ হবে।

 

পাঠকের মতামত: