ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

কুতুবদিয়ায় ফিশিং বোট ডুবে জেলে নিহত, ১৩ জনকে জীবিত উদ্ধার

মহেশখালী প্রতিনিধি :: বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১৪ মাঝিমাল্লাসহ একটি ফিশিং বোট ডুবে গেছে। এ সময় ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা গেলেও বিশ্বনাথ দাস নামের এক জেলের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার ভোর রাতে কুতুবদিয়া উপকূলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানান, উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের রত্নসেন দাশের মালিকানাধীন এফবি সাগর নামক একটি ফিশিং বোট বুধবার ভোরের দিকে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় সাগরে মাছ ধরারত আশেপাশের অন্যান্য ফিশিং বোটের সহায়তায় ১৩ জেলেকে উদ্ধার করা গেলেও জেলে বিশ্বনাথ দাস (৩৮) নিখোঁজ হন।

দুর্ঘটনা কবলিত বোটের মাঝি হীরা আহমদ জানান, বোটের কেবিনে আটকে পড়ে নিহত জেলে বিশ্বনাথ চন্দ্র দাশের মরদেহ পরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। গতকাল বুধবার বিকালে দ্বীপে নিয়ে আসা হয় তার মরদেহ। নিহত বিশ্বনাথ নোয়াখালীর হাতিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান জানান, বঙ্গোপসাগরে আলী আকবর ডেইল ইউনিয়নের রত্নসেন দাশের মালিকানাধীন ট্রলার দুর্ঘটনায় এক জেলের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত: