ঢাকা,শুক্রবার, ৩ মে ২০২৪

ঘূর্ণিঝড় সিত্রাং, কেড়ে নিল ৯ প্রাণ

নিজস্ব প্রতিবেদক :: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ সোমবার রাত ৯টায় ভোলার কাছ দিয়ে বরিশাল ও চট্টগ্রামের উপকূল অতিক্রম করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এটি তিন থেকে চার ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করবে।

সোমবার (২৪ অক্টোবর) রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-১১) আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানায়।

এর আগে মধ্যরাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে ‌‘সিত্রাং’-এর মূল অংশের উপকূল অতিক্রম শুরু করার পূর্বাভাস দিলেও শেষের দিকে এটি গতি অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। তাই আগেভাগেই উপকূল অতিক্রম শুরু করে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এদিকে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মধ্যে গাছ ভেঙে পড়ে এবং দেয়াল ধসে দেশের চার জেলায় অন্তত ৯জনের মৃত্যুর খবর এসেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র।

বিভিন্নস্থান থেকে প্রতিনিধিগণ জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর প্রভাবে দমকা বাতাসে সোমবার কুমিল্লায় তিনজন, ভোলায় দুজন, সিরাজগঞ্জে দুজন, নড়াইল ও বরগুনায় একজন করে মোট নয়জন নিহত হয়েছেন।

রাত আড়াইটায় শেষ খবরে আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় দুর্বল হয়ে পড়ায় মোংলা, পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৭ নম্বরের পরিবর্তে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়।

পাঠকের মতামত: