ঢাকা,শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চকরিয়া বাণিজ্যিক নগরীতে জলাবদ্ধতা নিরশনে মেয়রের তাৎক্ষনিক উদ্যোগ, দুর্ভোগ মুক্ত জনগণ

এম.জিয়াবুল হক, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়া পৌরশহরের বাণিজ্যিক নগরী চিরিঙ্গা সোসাইটিতে জলাবদ্ধতা নিরশনে তাৎক্ষনিক উদ্যোগ গ্রহন করেছেন পৌরসভার নতুন মেয়র আলমগীর চৌধুরী। সোমবার ঘুণিঝড় ‘রোয়ানু’ প্রভাবে ও টানা ভারী বর্ষনে পৌরশহরের বাণিজ্যিক এলাকার বিভিন্ন বিপনী বিতানের সামনে হঠাৎ করে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিষয়টি জানতে পেরে শহরের এসব পয়েন্টে সরাসরি নিজে উপস্থিত হয়ে জলাবদ্ধতা নিরশনে বিশেষ উদ্যোগ নেন মেয়র। তার তাৎক্ষনিক উদ্যোগের কারনে নিমিষে পৌরশহরের বিপনী বিতান ও সড়কে জমে থাকা বৃষ্টির পানি তাৎক্ষনিক সড়ে যায়। এতে দুর্ভোগ মুক্ত হয় পৌরসভার ব্যবসায়ী, পথচারী ও ভুক্তভোগী জনসাধারণ। শহরে জলাবদ্ধতা নিরশনে কাজ করার সময় তার সাথে উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মাদ-উদ মোরশেদ, পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুজিবুল হক মুজিব, পৌরসভা মৎস্যজীবিলীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিনসহ পৌরসভার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।
মেয়র আলমগীর চৌধুরী বলেন, পৌরবাসিকে বর্ষাকালে জলবদ্ধতার কবল থেকে মুক্ত করতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করা হচ্ছে। যাতে শহরের অলিগলিতে বর্ষাকালে কোন ধরণের পানি জমে না থাকে। ইতোমধ্যে পৌরসভার প্রকৌশল বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে পৌরসভার যেসব এলাকায় জলাবদ্ধতা বিরাজমান রয়েছে সেই গুলো চিহিৃত করে সহসা নিরশনের উদ্যোগ গ্রহনের জন্য। তিনি বলেন, চলতি বর্ষা মৌসুমে সব এলাকায় সমানভাবে কাজ সমাপ্ত করতে না পারলেও আগামী বছরের মধ্যে সকল ওয়ার্ডে ড্রেনেজ ব্যবস্থার শতভাগ উন্নয়ন কাজ সমাপ্ত করা হবে। এই জন্য পৌরবাসিকে একটু ধৈয্য ধরতে হবে। ইনশাল্লাহ সঠিক সময়ে পাল্টে যাবে চকরিয়া পৌরসভার দৃশ্যপট।

পাঠকের মতামত: