ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

আলীকদমে কারিতাসের এসডিডিবি প্রকল্পের র‌্যালী ও আলোচনা সভা

আলীকদম প্রতিনিধি :: আলীকদমে কারিতাসের এসডিডিবি প্রকল্পের উদ্যোগে প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের অধিকার এবং বর্তমান পরিস্থিতি নিয়ে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ এলাকায় অনুষ্ঠিত র‌্যালীতে অংশ নেন সমাজের নানানস্তরের প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিরা।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরূমে আলীকদম সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেরা যুব উন্নয়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সেন্ট মেরিস স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার সুরুজ, কারিতাস চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা সিপু ডানিয়েল গোমেজ, কারিতাসের সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেপিও অল্টার ডায়েস।

সভায় প্রধান অতিথি ইউএনও মেহরুবা ইসলাম বলেন, সমাজের প্রতিবন্ধিরা আমাদের জন্য বোঝা নয়। তাদেরকে মূলধারায় ফিরিয়ে এনে মানবসম্পদে রূপান্তর করতে হবে। মাদক সমাজের জন্য অভিশাপ। তাই আমাদেরকে মাদকের অভিশাপ থেকে সমাজ ও জাতীকে রক্ষায় একযোগে কাজ করতে হবে।

 

পাঠকের মতামত: