ঢাকা,শনিবার, ২০ এপ্রিল ২০২৪

সাংবাদিকদের উপর হামলায় জেলা জামায়াতের তীব্র নিন্দা

টেকনাফে পেশাগত দায়িত্ব পালনকালে সময় টিভির স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন রুবেল, তার ক্যামেরাপার্সন ফয়েজ, ইন্ডিপেডেন্ট টিভির জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু, তার ক্যামেরাপার্সন শরীফ, ৭১ টিভির জেলা প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু ও তার ক্যামেরাপার্সন বাবু কান্তিকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী সন্ত্রাসী বাহিনী ধান নুরুল হক ভূট্টোর নেতৃত্বে সাংবাদিকদের মারাত্মকভাবে কুপিয়ে আহত করায় তীব্র নিন্দা জানিয়েছেন কক্সবাজার জেলা জামায়াতের আমির মুহাম্মদ শাহাজাহান সেক্রেটারী উপজেলা চেয়ারম্যান জি এম রহিমুল্লাহ।

নেতৃবৃন্দ বলেন, সমাজে অপরাধীদের দৌরাত্ব এতই বেড়ে গেছে যে তারা সাংবাদিকদের উপরও হামলা করছে। পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের উপর সন্ত্রাসীরা যে হামলা চালিয়েছে তা কক্সবাজারের ইতিহাসে একটি কলঙ্কময় অধ্যায়। সাংবাদিকদের উপর এ ন্যাক্কার জনক হামলাই প্রমাণ করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকেছে। দেশে আজ সাংবাদিক থেকে শুরু করে সাধারন মানুষের ন্যুনতম নাগরিক নিরাপত্তাটুকুও অবশিষ্ট নেই। সাংবাদিকরা সমাজের দর্পন। নেতৃবৃন্দ ১৩ মে টেকনাফে সাংবাদিকদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানান।

পাঠকের মতামত: