ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

আজ ৫ ডিসেম্বর, শহীদ দৌলত দিবস

স্বৈরাচার বিরোধী আন্দোলনে চকরিয়ার প্রথম শহীদ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: আজ ৫ ডিসেম্বর শহীদ দৌলত দিবস। ১৯৮৭ সালের এইদিনে তৎকালিন স্বৈরাচার এরশাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে চকরিয়া উপজেলা জাতীয় ছাত্রলীগের সহ-সভাপতি দৌলত খান পুলিশের গুলিতে শহীদ হয়েছিলেন। ওইদিন সারাদেশে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছিলো। ওই কর্মসূচি পালন করতে গিয়ে চকরিয়া উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রলীগ নেতা দৌলত খানসহ ছাত্র সংগ্রাম পরিষদের শতশত নেতাকর্মী মিছিল সহকারে চকরিয়া উপজেলা পরিষদের দিকে এগিয়ে যায়। ওইসময় উপজেলা পরিষদ চত্বরে শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে পুলিশের এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারান জাতীয় ছাত্রলীগ নেতা দৌলত খান। এইদিন থেকে শহীদ দৌলত দিবস পালন করে আসছে বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও দৌলত খান স্মৃতি সংসদ। আজ ৫ ডিসেম্বর এ দিবস উপলক্ষে দৌলত স্মৃতি সংসদ ও বিভিন্ন সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। দৌলত স্মৃতি সংসদের সভাপতি চকরিয়া উপজেলা পরিষদের সাব্কে ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বুলবুল জানান, রবিবার সকাল ৭টায় কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, ৭টা ৩০মিনিটে কালোব্যাজ ধারণ ও কবর জিয়ারত, ৮টায় কোরানখানি, ৮টা ৩০মিনিটে মিলাদ মাহফিল ও মোনাজাত এবং ১০টায় কোনাখালী¯’ গ্রামের বাড়িতে শোকসভা পালন করা হবে।

 

পাঠকের মতামত: