ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়ায় নির্বাচনী সহিংসতা :

স্বতন্ত্র প্রার্থী হেফাজ সিকদারসহ ১৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

স্টাফ রিপোর্টার, চকরিয়া :: চকরিয়া উপজেলার বদরখালীতে নৌকার বিজয় মিছিল শেষে বাড়ি যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় নুরে হোসাইন আরিফের সমর্থক গিয়াস উদ্দীন মিন্টু (৪৫) হত্যার ঘটনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আ.ন.ম হেফাজ সিকদারসহ ১৩ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় হত্যা মামলা করা হয়েছে।

১ ডিসেম্বর চকরিয়া থানায় নিহতের মা রাশেদা খানম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রাশেদা বদরখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত মাষ্টার সহধর্মীনী।
মামলায় অভিযুক্তরা হলেন- বদরখালী ইউনিয়নের মগনামাপাড়া ৫নং ওয়ার্ড এলাকার মৃত নুরুল কবির সিকদারের ছেলে চশমা প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আ ন ম হেফাজ সিকদার (৩৩), মৃত নুর ছোবহান সিকদারের পুত্র বাবুল সিকদার (৪৫), নুরুল কবির সিকদারের ছেলে আবদুল মালেক সিকদার (৪৩), নুর ছোবহান সিকদারের পুত্র রেজাউল করিম মানিক (৪২), নুরুল আলমের ছেলে মো: মানিক (৩০) মোস্তাক
মাঝির পুত্র মো: লিটন (২৮) ও মো. রুবেল (৩০), বদরখালী মগনামাপাড়া ৬নং ওয়ার্ড এলাকার মৃত মনজুর মাঝির ছেলে মো.খোকন (২৭), নুরুল আলমের পুত্র মো.মানিক (৩০), নুরুল হকের পুত্র মো.আবদুল্লাহ ছোটন (২৬), বদরখালী দাতিনাখালীপাড়া ৫ নং ওয়ার্ড এলাকার আজিজুল হকের পুত্র আজিজুল ইসলাম (২৫), মগনামাপাড়া ৫নং ওয়ার্ড এলাকার রশিদ মিকারের ছেলে রাশেদুল ইসলাম (২৭), লম্বাখালী পাড়া এলাকা ৬নং ওয়ার্ড এলাকার নুরুল কবিবের পুত্র মো: আনিছ (৩৩)।
উল্লেখ গত রবিবার ২৮ নভেম্বর রাত পৌনে ১১টায় বদরখালী বাজারে নৌকার বিজয় মিছিল শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় গিয়াস উদ্দিন মিন্টু নিহত হয়। এই ঘটনায় আরও ২ নৌকা সমর্থক গুরুতর আহত হয়। নিহত মিন্টু ঢেমুশিয়াপাড়ার মাস্টার আবুল মকসুদের ছেলে।
চকরিয়া থানার ওসি মো.ওসমান গণি জানান, আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

পাঠকের মতামত: