ঢাকা,শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

চকরিয়ায় বিজয়ী চেয়ারম্যানকে টাকার মালা পরিয়ে জনগনের ব্যতিক্রমী সংবর্ধনা

‍ৃৃৃৃৃািাএম.জিয়াবুল হক, চকরিয়া :::

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোণাখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিদারুল হক সিকদারকে গলাঁয় ফুলের বদলে টাকার মালা পরিয়ে ব্যতিক্রমী সংর্বধনা দিয়েছেন এলাকাবাাসি। গত ৭ মে অনুষ্টিত হয়েছে উপজেলার উপকুলীয় অঞ্চলের ছয়টি ইউপি নির্বাচন। ওই নির্বাচনে কোণাখালী ইউনিয়নে দিদারুল হক সিকদার নৌকা প্রতীকে ২৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম হয়েছেন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোক্তার আহমদ। তিনি ঘোড়া প্রতীকে পেয়েছেন ২৩৩১ ভোট।

এদিকে নির্বাচনের পরদিন ৮ মে সকাল থেকে বিকাল পর্যন্ত নির্বাচিত ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার ইউনিয়নের বিভিন্ন জনপদে বিশাল মোটর শোভাযাত্রায় গিয়ে জনগনের সাথে কুশল বিনিময় করেন। ওইসময় উৎফুল্ল জনসাধারণ তাকে দ্বিতীয় বারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফুলের মালার বদলের টাকার মালা গলাঁয় পরিয়ে ব্যাপক সংবর্ধনা দেন। দিনভর জনগনের দেওয়া ব্যতিক্রমী এ সংবর্ধনা অনুষ্টানে চেয়ারম্যান দিদারুল হক সিকদারের সাথে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও নির্বাচিত মেম্বার মোহাম্মদ হোসেন, ইউপি চেয়ারম্যানের সহকারি শহিদুল ইসলাম, পরিষদের নবনির্বাচিত সকল সদস্য এবং এলাকার সর্বস্থরের জনসাধারণ।

পাঠকের মতামত: