ঢাকা,বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

চকরিয়ার জেলেদের নিবন্ধনে ছবি তোলার কার্যক্রম শুরু

12144705_889534974455838_5989135785643671443_nচকরিয়া অফিস:

মৎস্য মন্ত্রনালয়ের অধিনে ও মৎস্য অধিদপ্তরের সার্বিক তত্বাবধানে জেলে সম্প্রদায়ের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদানের জন্য চকরিয়া উপজেলায় হালনাগাদ ছবি তোলার কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১১ মে থেকে ২০ মে পর্যন্ত ১০দিন জেলেদের এই ছবি তোলার কার্যক্রম চলবে। এ প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট জেলেরা ওইসময়ের মধ্যে তাদের স্ব স্ব জাতীয় পরিচয়পত্র ও স্লিপ সহ প্রত্যেক ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের গিয়ে ছবি তুলতে হবে। চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দশদিন ব্যাপী যারা পূর্বে ছবি তুলে নাই ওই রকম অবশিষ্ট জেলেদের ছবি তোলার এ কার্যক্রম চলবে। বাংলাদেশ ক্ষুদ্র মৎজীবি জেলে সমিতির কক্সবাজার জেলা শাখার সভাপতি আশরাফ আলী জানান, গতকাল উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিন্দ্বান্ত নেওয়া হয়। তিনি আরও জানান, যারা নিবন্ধন ও পরিচয়পত্রের আওতায় আসবে না তারা সাগরে মাছ ধরতে পারবে না। ##

পাঠকের মতামত: