ঢাকা,শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

কুতুবদিয়ায় কমিউনিটি পুলিশিং ডে ২০২১ এর র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কুতুবদিয়া ::  কক্সবাজারের কুতুবদিয়া থানার উদ্যোগে মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ এ স্লোগানকে সামনে রেখে ‘কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উদযাপন উপলক্ষ্যে পুলিশের বিভিন্ন সেবা সম্পর্কিত প্রচারণার অংশ হিসেবে এক বিশাল বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় ‘কমিউনিটি পুলিশিং ডে ২০২১’ উপলক্ষ্যে র‍্যালী উদ্বোধন করা হয়। র‍্যালীটি কুতুবদিয়া থানার চত্বর থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার কম্পাউন্ডে এসে শেষ হয়। র‍্যালীতে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার ও অন্যান্য কর্মকর্তাসহ কমিউনিটি পুলিশের নেতৃবৃন্দ, থানার এলাকার বিভিন্ন নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধীজন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সাংবাদিক অংশগ্রহণ করেন। র‍্যালী শেষে থানার কম্পাউন্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার। উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল ফারুকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. নুরের জামান চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি আওরঙ্গজেব মাতবর, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক কাইছার সিকদার প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অপরাধ দমন বিষয়ে আলোচনা করেন।

পাঠকের মতামত: