ঢাকা,বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

চকরিয়া-লামা সড়কে বাস ও কাভার্ডভ্যানের সংঘর্ষে আহত ৩৫

জহিরুল ইসলাম, চকরিয়া ::
বান্দরবানের চকরিয়া-লামা সড়কের মিরিঞ্জা পাহাড়ের মাদানিনগর এলাকায় বাসের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন। আজ বুধবার (৬ অক্টোবর) সকাল ১০টায় এই দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় আহত ২৭ জনের নাম পাওয়া গেছে তারা হলেন – জোৎস্না দে (২০), শুভশ্রী (১০), রূপম চাকমা (২), জহর লাল (৫৫), নুর মোহাম্মদ (২৮), মো. সোহেল (৩২), রাজশ্রী দে (২), আনোয়ার হোসেন (৫০), নুরুল আলম (৩০), হাসনা বালা (৬০), মনু আলম (৩৫), তপন (৩৮), সরওয়ার (২৫), মো. রফিক (৩০), সরওয়ার আলম (৫৫), মো. সাহেদ (৬৫), শিব সংকর (৩৭), জেসি মার্মা (২২), আবুল হোসেন (৫৫), বাসের হেলপার মো. বেলাল (২৪), মেরি আক্তার (৪৫), মোহছেনা বেগম (৪০), আকিব (১০), ইমু (৬), জিহান (১৮), জাহানারা বেগম (৪৮), পাখি বালা (৭০) ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টায় চকরিয়ামুখী যাত্রীবাহী বাস চট্টগ্রাম জ-২২৮৫ এর সঙ্গে লামামুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৩৫ জন হন। আহতদের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৯ জনকে উন্নত চিকিসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মহিউদ্দিন মো. মাজেদ চৌধুরী চকরিয়া নিউজকে জানান, দুর্ঘটনায় আহদের যথাসাধ্য সেবা দেওয়া হচ্ছে যাচ্ছে। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ১০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিদের ভর্তি রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর। তিনি চকরিয়া নিউজকে বলেন, ‌‘আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ি দুটি উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করছে।

পাঠকের মতামত: