ঢাকা,শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার খাদে, দুই শ্রমিক হতাহত

acciনিজস্ব প্রতিবেদক, চকরিয়া :::

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই একটি ডাম্পার খাদে পড়ে গেলে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত এবং আরো এক শ্রমিক আহত হয়েছে। আহত শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর এবং দুর্ঘটনায় পতিত ডাম্পার গাড়িটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। আজ রবিবার সকাল ১১টার দিকে মহাসড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের আমতলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত শ্রমিকের নাম সোনা মিয়া (৪০)। তিনি চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ছড়ারকূল গ্রামের মোহছেন আলীর পুত্র। আহত ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম (৩৮)। তিনি চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা-চরপাড়া গ্রামের আবদুল হাকিমের পুত্র।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট আবুল হাসেম জানান, বালি বহনকারী ডাম্পারটি পেকুয়া থেকে চকরিয়ায় আসার পথে চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ডাম্পারের চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ডাম্পার গাড়িটি জব্দ করেছে।

পাঠকের মতামত: