ঢাকা,বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

আলীকদম যুব উন্নয়ন কর্মকর্তার বিদায় অনুষ্ঠানে বক্তারা

‘যুব উন্নয়ন অধিপ্তরের বৃহত্তর পরিসরে আজাদের অবদান আছে’

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি ::

যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিচালক মোঃ আঃ হামিদ খান বলেছেন, আলীকদম থেকে বদলী হওয়া যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ আলীকদম উপজেলায় দীর্ঘ দু’দশকের কাছাকাছি সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি হেড অফিসে সংযুক্ত থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। যুব উন্নয়ন অধিপ্তরের বৃহত্তর পরিসরেও তাঁর অবদান আছে।

দীর্ঘ দুই দশকের কর্মস্থল ছেড়ে নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন আলীকদম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ। এ উপলক্ষ্যে বুধবার (২২ সেপ্টেম্বর) তাঁকে আলীকদম উপজেলা যুব উন্নয়ন অদিধপ্তর থেকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়। তাঁর নতুন কর্মস্থল নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।

বুধবার দুপুরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মোঃ হাসান আলী।

বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিচালক মোঃ আঃ হামিদ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান কার্যালয়ের সহকারি পরিচালক শওকত আলী ও বিদায়ী বিদায় যুব উন্নয়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ।

আলীকদম উপজেলার ভারপ্রাপ্ত যুব উন্নয়ন কর্মকর্তা পুলুপ্রু মার্মার সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য দেন আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ ও আলীকদমের সফল যুব উদ্যোক্তা অংশেথোয়াই মার্মা, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা উশৈসিং মার্মা ও ডাটা এন্ট্রি অপারেটর মোঃ আজিজুল হক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মোঃ আঃ হামিদ খান বলেছেন, সরকারি কর্মকর্তাদের একসময় কর্মস্থল থেকে বিদায় নিয়ে নতুন কর্মস্থলে যেতে হয়। এটাই নিয়ম। আজকের বিদায়ী অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের মাধ্যমে বুঝা যায় মাঠ পর্যায়ের একজন কর্মকর্তা কতটুকু আন্তরিক থাকলে বিদায়বেলায় অফিসের অন্য কর্মকর্তা-কর্মচারি সর্বোপরি স্থানীয়দের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। যুব উয়ন্নন কর্মকর্তা আবুল কালাম আজাদ একজন সৃজনশীল মানসের সরকারি কর্মকর্তা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সারাদেশের মাঝে আলীকদম যুব উন্নয়ন অধিপ্তরের কার্যক্রমকে অনুস্মরণীয় করে তুলতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদেরকে আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশ দেন।

উল্লেখ্য, বিগত ২০০২ খ্রিস্টাব্দের ১১ সেপ্টেম্বর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে আবুল কালাম আজাদ আলীকদম উপজেলায় যোগদান করেন।

পাঠকের মতামত: