ঢাকা,বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

ত্রিমূখী প্রেম!

2016_03_17_18_48_00_nByZWFfkamYjp72ywJYWYUlziRtAcG_originalঢাকা: বিদেশ ফেরত রবির সঙ্গে নাবিলা বিয়েটা পাকা। এনগেজমেন্টও হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই রবির জীবনে আসে আরেক তরুণী। বিনীতা। কবিতা ভালোবাসে। কবিতার ছন্দে ছন্দে কথা বলে। রবিও তার সঙ্গে জড়িয়ে পড়ে নতুন সম্পর্কে। ত্রিমূখী সম্পর্কের গল্প নিয়েই নির্মিত হয়েছে একক নাটক ‘ওরা টিউলিপ ভালোবাসে।’

সাদিয়া আফরিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফরিদ উদ্দিন মোহাম্মদ। নাটকে রবির চরিত্রে অভিনয় করেছেন সজল, বিনীতার চরিত্রে জাকিয়া বারী মম ও নাবিলার চরিত্রে সোনিয়া হোসাইন।

সোনিয়া বাংলামেইলকে জানালেন, ‘নতুন মেকার হিসেবে বেশ অ্যারেঞ্জমেন্ট করেছে। শর্টগুলো খুব ভালো হয়েছে। আর ডায়লগ কাব্যিক টাইপের ছিলো।’

গত ৮ ও ৯ মার্চ উত্তরার ‘আনন্দবাড়ি’ ও ‘দিয়াবাড়ি’তে শুটিং সম্পন্ন হয়েছে নাটকটির।  শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে।

 

পাঠকের মতামত: