ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

চকরিয়ার ডুলাহাজারায় পাহাড় কেটে ভবন নির্মাণ

forest-cutডুলাহাজারা প্রতিনিধি ::

চকরিয়া উপজেলার ডুলাহাজারায় বন বিভাগের পাহাড় কেটে সাবাড় করা হচ্ছে এবং পাহাড়ের মাটি নিয়ে মার্কেট ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় একটি প্রভাবশালী চক্র এ বেআইনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে এলাকাবাসী জানান।
সরেজমিনে জানা যায় ফাঁসিয়াখালী রেঞ্জের আওতাধীন ডুলাহাজারা ইউনিয়নের রিংভং এলাকায় একটি পাহাড়ের একাংশ ইতোমধ্যে মাটি কাটা সম্পন্ন হয়েছে। এবং ওই মাটি দিয়ে পার্শ্ববর্তী বনবিভাগের জয়গায় একাধিক দোকান ঘরও নির্মাণের কাজ চলমান প্রক্রিয়ায় রয়েছে। এছাড়া সরকারী বনবিভাগের পাহাড় কেটে প্রস্তুত করা সমভুমিতে ফ্লাট বাড়ি নির্মাণের প্রক্রিয়া চলছে বলে বিশ্বস্থ সুত্রে জানায়। স্থানীয় আওয়ামীলীগ নেতা খলিলুর রহমানের পুত্র ছরুয়ার আলম (৪৫) এর নেতৃত্বে কর্মকান্ড গুলো চলছে বলে জানা গেছে। এলাকাবাসী বলেন বনবিভাগের জমি ভরাট করে ইতোমধ্যে ৫-৬টি দোকান ঘরের ভবন নির্মাণ করা হয়েছে। এভাবে চলতে থাকলে বনভূমি নামের সরকারী সম্পদ প্রভাবশালীদের মাধ্যমে জনভূমিতে পরিণত হবে। তবে সংশ্লীষ্টরা জানান বর্ষাকালে পার্শ্ববর্তী মসজিদের কবরস্থানে পানি জামে থাকে বলে পাহাড় কেটে মসজিদে মাটি ভরাট করা হচ্ছে। জড়িত থাকা মসজিদ পরিচালনা কমিটির সেক্রেটারী ও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ছরুয়ার আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি দলীল লিখা কাজে চকরিয়াতে ব্যস্ত আছেন বলে জানায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন মুলত মসজিদের কবরস্থানে মাটি ভরাট নামে পাহাড় কেটে জায়গা বের করে হয়েছে। এবং পাহাড় কাটা মাটি নিয়ে পার্শ্ববর্তী বনবিভাগের জয়গা ভরাট করে দোকান ঘর নির্মাণ করা হচ্ছে। এবিষয়ে ফাঁসিয়াখালী রেন্জ কর্মকর্তা জাসিম উদ্দিন বলেন ‘আমি বিষয়টি জানতাম না। সরেজমিনে যাচাই করে সংস্লিষ্টদের বিরুদ্ধে অতিসত্বর আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে।’

পাঠকের মতামত: