ঢাকা,শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

বিজয় দিবসের শুভেচ্ছা

image_172050_0চকরিয়া নিউজ‘র  দেশ-বিদেশের অগণিত পাঠক , লেখক , শুভানুধ্যায়ি , সাংবাদিক ও বিজ্ঞাপন দাতাদের জানাই  চকরিয়া নিউজ ডটকম (সিএন) পরিবারের পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা । সবার জীবনে বয়ে আনুক বিজয়ের আনন্দ আর উৎসব মুখর জীবন । সাথে সাথে  প্রাণ ভরে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের ৩০ লক্ষ শহীদকে । যাদের আত্ম ত্যাগের বিনিময়ে আমাদের প্রিয় বাংলাদেশ পেয়েছি ।

৪৫ তম মহান বিজয় দিবসে এসে সত্যি উপলব্ধি হচ্ছে , জাতি স্বাধীনতার সুফল পেতে শুরু করেছে । নিম্ন মধ্য আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিগণিত হচ্ছে ।  বাংলাদেশ এগিয়ে যাচ্ছে । আরো এগিয়ে যাক স্বাধীনতার কাংখিত সুফল  প্রাপ্তির লক্ষ্যে ।   স্বার্বভৌমত্ব হোক সকল প্রকার শংকা ও হুমকি মুক্ত  , গণতন্ত্র আরো প্রাতিষ্ঠানিক রুপ পাক এটাই কামনা করছি ।

সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছাসহ সিএন’র পরিবারের পক্ষে

জহিরুল ইসলাম

সম্পাদক

চকরিয়া নিউজ ডটকম

পাঠকের মতামত: