ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

পেকুয়ায় চিংড়ি ঘেরের বাসা থেকে অস্ত্র উদ্ধার

uddarপেকুয়া প্রতিনিধি ::

পেকুয়ায় চিংড়ি ঘেরের বাসা থেকে দেশীয় তৈরি একনলা একটি লম্বা বন্ধুক উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিনটি কার্তুজ, মদের বোতল ও একজোড়া জুতা উদ্ধার করে। (২৯ সেপ্টম্বর) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের বকশু চৌকিদারপাড়া এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে এসব উদ্ধার করেছে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাতে বকশু চৌকিদারপাড়ার লাতুরী বাপের ছড়া নামক চিংড়ি ঘেরের বাসা থেকে অস্ত্র উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাসা থেকে কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যান। এ সময় তাদের ব্যবহৃত জুতা, মদের বোতল ও কার্তুজও উদ্ধার করে। তবে পেকুয়া থানার ওসি জিয়া মো.মোস্তাফিজ ভুঁইয়া জানিয়েছেন পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি রাস্তার ধার থেকে উদ্ধার করা হয়েছে। তিনি জানায় এলাকায় অপরাধ তৎপরতা সংঘটিত করতে কিছু অস্ত্রধারী ওই স্থানে অবস্থান নেয়। এ সংবাদে পুলিশ নিয়ে আমি নিজেই ওই স্থানে যায়। সেখান থেকে একটি অস্ত্র, তিনটি কার্তুজ, মদ ও তিনটি সেন্ডেল উদ্ধার করি। পুলিশ উপস্থিতি দেখে তিনজন লোক দ্রুত পালিয়ে যেতে দেখেছি। এ বিষয়ে থানায় জিডি হয়েছে। জব্দ তালিকা আদালতে প্রেরন করা হয়েছে। স্থানীয়সুত্র জানিয়েছেন পশ্চিম গোঁয়াখালী এলাকার বকশো চৌকিদার পাড়া এলাকায় জায়গা নিয়ে স্থানীয় রাহাত চৌধুরী গংদের সাথে মৃত ফুরুখ আহমদ চৌধুরীর ছেলে মানিক, ছুট্টু গংদের মধ্যে বিরোধ চলছিল। চলতি বর্ষা মৌসুমে বিরোধপুর্ন জমিতে মৎস্য চাষ হয়েছে। জায়গার আধিপত্য নিয়ে দু’পক্ষের মধ্যে একাধিকবার গুলি বিনিময় হয়েছে। প্রতিদিন রাতে কিংবা সন্ধ্যায় ওই এলাকায় গুলির বিকট আওয়াজ ছুটছে। এ ঘটনায় মামলাও হয়েছে। নিষ্পত্তির জন্য কয়েক দফা বৈঠক হয়েছে। স্থানীয়রা জানায় ছুট্টু, মানিক গং চিংড়িঘের সদর বিলহাসুরা এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী মৃত নুর আহমদের ছেলে হামিদ, মৃত.বশির আহমদের ছেলে সাক্কু, মৃত.শফিকুর রহমানের ছেলে শাহাব উদ্দিন, ইউনুসের ছেলে শাহজাহান, জালিয়াখালী এলাকার সাবেক ইউপি সদস্য মানিক, গোলাম ছোবহান, শাহাব উদ্দিন, হাবিবুল আলম, জাফর আলমকে লাগিয়ত করে। তারা মুলত ছুট্টু, মানিক ও মান্নান গংদের অনুগত ক্যাডার। জায়গার বিরোধকে কেন্দ্র করে আধিপত্য নিতে তারা চিংড়ি ঘেরে স্বসস্ত্র অবস্থান নিয়েছেন। প্রতিপক্ষকে ভীতি ছড়াতে ওই চিংড়ি ঘেরে থেমে থেমে চলছে ফাঁকা গুলি বর্ষন। স্থানীয়রা জানায় অস্ত্র উদ্ধারের দিন রাত সাড়ে ৯টার দিকে চিংড়ি ঘেরের বাসা থেকে তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

পাঠকের মতামত: