প্রকাশ:
২০২৪-১২-১১ ২৩:৫৩:৫৯
আপডেট:২০২৪-১২-১১ ২৩:৫৪:৩২
বিষমুক্ত সবজি উৎপাদনের লক্ষ্যে উদ্বুদ্ধকরণে
চকরিয়ায় দুইদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা শুরু
এম জিয়াবুল হক, চক চকরিয়া ::
কক্সবাজারের চকরিয়াযয বিষমুক্ত সবজি উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে মাঠপর্যায়ের কৃষকদের উদ্বুদ্ধকরণে দুইদিন ব্যাপী জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের মাঠে আনুষ্ঠানিক এ মেলার উদ্বোধন করা হয়েছে।
মেলায় উন্নত প্রযুক্তির কৃষি খামার, হস্ত শিল্প, নার্সারি, ফসল প্রদর্শন, দুর্যোগ প্রস্তুতি, চারা রোপন প্রদর্শনী দর্শনার্থীদের মুগ্ধ করেছে।
দুইদিনের কৃষি মেলায় ১৬টি স্টলে স্থানীয় কৃষকেরা তাঁদের উৎপাদিত ফসল, ফল-মূল, ঔষুধিগাছ ও নানাজাতের চারা প্রদর্শন করেন। মেলায় আগত দর্শনার্থীরা পন্য কিনছেন। উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় এনজিও সংস্থা আনন্দ ও সিপ এর যৌথ উদোগে এ মেলার আয়োজন করা হয়।
কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের মেম্বার আকতার হোসেনের সভাপতিত্বে মেলার উদ্বোধন পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নাসিম হোসেন। আনন্দের কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তা সুমন পালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম ও উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা মোসাদ্দেকুর ইসলাম, সিপের পরিবীক্ষণ ও মূল্যায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মুজিবুর রহমান ও আনন্দের ট্রেনিং কর্মকর্তা ক্ল্যাসিটা ক্লারা রোজারিও প্রমুখ।
মেলা ঘুরে দেখা গেছে , জলবায়ু সহনশীল কৃষি ও প্রযুক্তি মেলায় ১৬টি স্টল বসেছে। মেলায় উন্নত প্রযুক্তি ও যন্ত্রপাতির মাধ্যমে কৃষি খামার তৈরি, দুর্যোগকালীন সময় কীভাবে মোকাবেলা, কীভাবে বীজ ও কৃষি উৎপাদিত পণ্য সংরক্ষণ করতে হয়, কীটনাশক ছাড়া সবজি উৎপাদন করার পদ্ধতিসহ দেখানো হচ্ছে। শাহিনা পারভীন লিপির পারিবারিক পর্যায়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস করতে কীভাবে বীজ সংরক্ষণ করতে হয়, ছাদেকা সোলতানা জৈব বালাইনাশক ও কেচো সার তৈরি, হামিদা খামার, চারাগাছ, আচার, নকশি কাঁথা, টুপিসহ নানা হাতের বুননে তৈরি নানা পণ্য বিক্রি করা হয়। কৃষি মেলা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
কৃষাণী শাহিনা পারভীন লিপি বলেন, ‘ প্রথমবারের মতো আমাদের এলাকায় কৃষি ও প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে। এখানে দুর্যোগের সময় কীভাবে বীজসহ নানা কিছু সংরক্ষণ করতে হয় প্রদর্শন করা হয়েছে।’
কৃষক মাসুক মিয়া বলেন, ‘এখানে মেলা হচ্ছে শুনে, নিজের নার্সারি থেকে পেঁপে, মরিচ, টমেটো, বেগুনসহ নানাজাতের সবজি চারা এনেছি। বেশ বিক্রিও হয়েছে।’
মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা এসএম নাসিম হোসেন বলেন, ‘এই এলাকার মানুষ কৃষির ওপর নির্ভরশীল। মেলায় নারী কৃষকদের আগত দেখে খুবই ভালো লেগেছে। কৃষাণীরা নানা উদ্যোগের মাধ্যমে প্রযুক্তি ব্যবহার করে খামার করছেন। এসময় তিনি মেলায় আগত কৃষক-কৃষাণীকে বিষমুক্ত সবজি উৎপাদন নিশ্চিত করতে আহ্বান জানিয়েছেন।
- চকরিয়ায় অভিযোগের ৪ মাসেও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের তদন্ত হয়নি
- জেলার শীর্ষ গরুচোর বহু মামলার আসামী নবী হোছাইনসহ তার বাহিনীকে গ্রেফতার দাবিতে মানববন্ধন
- পেকুয়ায় ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় দুই আ’লীগ নেতা জেল হাজতে
- চকরিয়ায় আদালতের নিষেধাজ্ঞা মানছে না পৌর নির্বাহী কর্মকর্তা
- চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে নতুন দুই জোড়া ট্রেন
- চকরিয়ায় অবৈধ ইটভাটায় পোড়ানো হচ্ছে বনের কাঠ, কাটা হচ্ছে পাহাড়
- ঈদগাঁওয়ে মেলা বন্ধের দাবীতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি প্রদান
- চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা খুনের ঘটনায় চারমাস পর ১৮ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল
- চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি মেশিন ও পাইপ ধ্বংস করেছে প্রশাসন
- কক্সবাজারস্থ উখিয়া সমিতির বার্ষিক বনভোজন সম্পন্ন
- চকরিয়ার দুই ইয়াবা পাচারকারী পটিয়ায় গ্রেফতার, মাইক্রোবাস জব্দ
- মিলেমিশে চলছে সোনাদিয়া দ্বীপ ধ্বংসের প্রতিযোগিতা
- চকরিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি মেশিন ও পাইপ ধ্বংস করেছে প্রশাসন
- চকরিয়ায় অবৈধ ইটভাটায় পোড়ানো হচ্ছে বনের কাঠ, কাটা হচ্ছে পাহাড়
- মালুমঘাট সড়ক দূর্ঘটনায একজন নিহত
- চকরিয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী, সড়ক দুর্ঘটনায় যুবক ও সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলবে নতুন দুই জোড়া ট্রেন
- পেকুয়ায় ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় দুই আ’লীগ নেতা জেল হাজতে
- চকরিয়ায় মসজিদে নামাজ পড়তে গিয়ে হার্ট অ্যাটাকে বৃদ্ধের মৃত্যু
- জেলার শীর্ষ গরুচোর বহু মামলার আসামী নবী হোছাইনসহ তার বাহিনীকে গ্রেফতার দাবিতে মানববন্ধন
- কক্সবাজারস্থ উখিয়া সমিতির বার্ষিক বনভোজন সম্পন্ন
- চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা খুনের ঘটনায় চারমাস পর ১৮ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল
পাঠকের মতামত: