ঢাকা,বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

৩৮ শিশু-কিশোর ধরা

কক্সবাজারে বডি ম্যাসাজের আড়ালে পর্যটকদের মালামাল চুরি

কক্সবাজার প্রতিনিধি :: কক্সবাজার সমুদ্র সৈকতে বডি মাসাজ করতে গিয়ে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে পর্যটকেরা। মাসাজের আড়ালে পর্যটকদের মোবাইল, মানি ব্যাগসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি হচ্ছে, এমন অভিযোগ দীর্ঘদিনের।

অবশেষে মাসাজ বয়দের দৌরাত্ম্য রোধে সক্রিয় হয়েছে ট্যুরিস্ট পুলিশ।

১৫ জানুয়ারি রাত ১০ টায় সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদের নেতৃত্বে অভিযান পরিচালনা চালানো হয়।

এ সময় ৩৮ জন শিশু-কিশোরকে আটক করে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন অফিসে নিয়ে আসা হয়।

পরবর্তীতে তাদের অভিভাবকদের নিয়ে এসে তাদেরকে জিম্মায় প্রদান করা হয়। তাদের অভিভাবকরা মুচলেকা প্রদান করেন যে, তারা তাদের শিশু কিশোরদের এ ধরণের কাজে আর কখনো নিয়োজিত করবেন না।

পাঠকের মতামত: