এম.মনছুর আলম, চকরিয়া :
বহু প্রতিক্ষিত দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির কাঙ্খিত নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত নির্বাচনের একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে দায়িত্বরত প্রশাসন কঠোর নিরাপত্তা বলয় জোরদার করেন। সমিতির এবারের নির্বাচনটি প্রশাসনের কঠোর পর্যবেক্ষণে অতীতের সকল নির্বাচনকে হার মানিয়েছে এমনটা উল্লেখ করেছেন সাধারণ ভোটার ও স্থানীয় জনসাধারণ। ভোট গননা শেষে রবিবার দিবাগত রাত দেড়টার দিকে নির্বাচনের ফলাফল বেসরকারি ভাবে ঘোষনা করা হয়।
অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হন সাবেক সম্পাদক দেলোয়ার হোছাইন এম এ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছরওয়ার আলম সিকদার। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কামাল উদ্দিন বাবুল, তার নিকটতম প্রতিদ্বন্ধি আলী মোহাম্মদ কাজল।
এছাড়াও সমিতির আলোচিত পদ সম্পাদক পদে প্রথম বারের মতো সম্পাদক নির্বাচিত হয়েছেন মঈন উদ্দিন , তার নিকটতম প্রতিদ্বন্ধি সাবেক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী।
সম্পাদকীয় পদ ছাড়াও সমিতির পরিচালক (সদস্য) পদে নির্বাচিত করা হয়েছে ৯ জন সদস্যকে। নির্বাচিত সদস্যরা হলেন, নাজেম উদ্দিন, নুরুল কাদের, আব্দুল আজিজ, জিয়া উদ্দিন জিয়া, কুতুব উদ্দিন, শাহাব উদ্দিন শাকিল, নাজেম উদ্দিন, বখতিয়ার উদ্দিন রুবেল ও হামিদ উল্লাহ নির্বাচিত হন।
চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা ও বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো.জাহাঙ্গীর আলম নির্বাচনের ফলাফলের এই তথ্য নিশ্চিত করেছেন শনিবার দিবাগত রাত দেড়টার দিকে।
অত্র সমিতির প্রায় ১৪৮৮ সভ্য (সদস্যের) মধ্যে ১৩৫৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে সমিতির নতুন নেতৃত্ব নির্বাচিত করেন। ঘোষিত তফসিল অনুযায়ী গত বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হয় প্রতিদ্বন্ধি প্রার্থীদের প্রচার-প্রচারণা।
অনুষ্ঠিতব্য নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক ও পরিচালক (সদস্যসহ) মোট ১২টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন চলাকালে ভোট কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যে মোতায়ন ছিল। এছাড়াও নির্বাচনে ভোটগ্রহণ শুরু থেকে ভোট গননা শেষ পর্যন্ত সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামান। এতে উপস্থিত ছিলেন কক্সবাজার সিনিয়র সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো: তফিকুল আলম, চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, থানার অপারেশন অফিসার (এস আই) রাজিব চন্দ্র সরকার।
সমিতির এ নির্বাচনে বিকাল ৪টা থেকে রাত ১টা পর্যন্ত চলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোট গণনা। ভোট গননা শেষে নির্বাচিত প্রার্থীদের বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। উক্ত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জেপি দেওয়ান।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জেপি দেওয়ান বলেন, ‘নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে যা যা করার প্রয়োজন ছিল তার সব ব্যবস্থাই আগে থেকে নেওয়া হয়েছে। নির্বাচনে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠিত নির্বাচন সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়েছে।’
পাঠকের মতামত: