এম.জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক উন্নয়ন সমন্বয় ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রথম অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা বিষয়ক সভা। এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী। এরপর দুপুরে অনুষ্ঠিত মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশামুলক বক্তব্য দেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
অনুষ্ঠিত সভায় চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে আগামী ২১ ফেব্রুয়ারী মহান ভাষা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনে সিদ্বান্ত গ্রহিত হয়। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনী ও মাতামুহুরী থানা আওয়ামীলীগের সভাপতি ও পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও সুরাজপুর মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম।
এছাড়াও সভায় উন্নয়ন ও আইনশৃঙ্খলা বিষয়ক বক্তব্য দেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানবৃন্দ। অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন, ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হেলাল উদ্দিন, খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবদুর রহমান, হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ, বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুরুল কাদের, ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনউদ্দিন চৌধুরী, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মক্কী ইকবাল হোসেন, পুর্ববড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারহানা ইয়াছমিন মুন্না, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মো.বুলেট, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোছাইন চৌধুরী, সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সাংবাদিক, ১৮ ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচিত সদস্য, চকরিয়া পৌরসভার কাউন্সিলর, সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত: