সংবাদ বিজ্ঞপ্তি :: দীর্ঘ ৫ বছর বিরতীর পরে আবারো মাঠে গড়িয়েছে কক্সবাজার জেলা ১ম বিভাগ ক্রিকেট লীগ। কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবারের ক্রিকেট লীগে ১৪ টি দল অংশ নিচ্ছে। ৮ ফেব্রুয়ারী সকাল ৯ টায় কক্সবাজার শেখ কামাল আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঠে উদ্বোধনী খেলায় অংশ নেয় জুনিয়র স্পোটিং ক্লাব বনাম বৃহত্তর নুনিয়ারছড়া ক্রিকেট দল। উক্ত খেলায় ২৩০ রানে জয়ী হয় বৃহত্তর নুনিয়ারছড়া ক্রিকেটল দল। অপর মাঠে খেলায় অংশ নেয় লায়ন যুব সংসদ বনাম জিয়া সৃতি সংসদ উক্ত খেলায় ৫ রানে জয়ী হয় লায়ন যুব সংসদ। এর আগে সকালে ক্রিকেট লীগের উদ্বোধন করেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশিদ। এ সময় তিনি বলেন,খেলাধুলা যুব সমাজকে অপরাধ প্রবণতা থেকে দূরে সরিয়ে আনে,মানসিক এবং শারিরিক ভাবে সুস্থ রাখে। করোনা পরিস্থিতির কারনে নিয়মিত খেলাধুলা আয়োজন করা না গেলে এখন থেকে ক্রিকেট সহ সব ধরনের খেলাধুলা নিয়মিত মাঠে রাখার জন্য চেস্টা করা হবে। এতে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান,তিনি বলেন,বর্তমানে বিভিন্ন স্থানে খেলাধুলার মাঠ গুলো দখল এবং দূষনের কারনে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই আগামী প্রজন্মের স্বার্থে সমস্ত খেলার মাঠকে সুরক্ষা করতে হবে। এতে আরো বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,পৌর প্যানেল মেয়র ও ডিএসএ যুগ্ন সম্পাদক হেলাল উদ্দিন কবির। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি অনুপ বড়ুয়া অপু,অধ্যক্ষ জসিম উদ্দিন,জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী,জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট বিষয়ক সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন,ডিএসএ কোষাধ্যক্ষ রাশেদ হোসাইন নান্নু, ডিএসএ সদস্য পরেশ কান্তি দে, হারুন উর রশিদ,এম আর মাহবুব,কক্সবাজার জুয়েলারী সমিতির সভাপতি হাজী ওসমান গণি,কক্সবাজার ক্রীড়া লেখক সমিতির সভাপতি সাংবাদিক মাহাবুবুর রহমান,ডিএসএ সদস্য আমজল হুদা,আমিনুল ইসলাম মুকুল,আলী রেজা তসলিম প্রমুখ। অনুষ্টান সঞ্চালন করেন জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সদস্য রতন দাশ।
পাঠকের মতামত: