ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

খাগড়াছড়িকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন কক্সবাজার

সংবাদ বিজ্ঞপ্তি :: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগিতার কক্সবাজার ভ্যানুর খেলার দ্বিতীয় ম্যাচে আবারো খাগড়াছড়িকে ২-০ গোলে হারিয়ে আঞ্চলিক গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক কক্সবাজার জেলা ফুটবল দল।

আজ ৬ ডিসেম্বর রামু বিকেএসপি মাঠে অনুষ্টিত খেলায় খেলার প্রথমার্ধে গোল করে কক্সবাজার দলকে এগিয়ে নেয় মিনহাজ। বিরতী থেকে ফিরে আবারো হাসান গোল করে ২-০ গোলে ব্যবধানে জয় এনে দেয় কক্সবাজার দলকে।

এতে করে চট্টগ্রাম অঞ্চলের কক্সবাজার ভ্যানুর পর পর দুটি ম্যাচে ৩-০ গোলে জয়ী হয়ে আঞ্চলিক গ্রুপ চ্যাম্পিয়ন হয় কক্সবাজার জেল দল। এ সময় খেলার মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্য নির্বাহী কমিটির সদস্য বিজন বড়ুয়া, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী, জেলা ডিএফএ সহ সভাপতি পৌর কাউন্সিলার হেলাল উদ্দিন কবির, সহ সভাপতি সোয়েব ইফতেখার, কোষাধ্যক্ষ ও কোচ মাসুদ আলম, নির্বাহী সদস্য খালেদ আজম বিপ্লব, শিপন বড়ুয়া,পরিমল, কোচ খালেদ হোসেন,কক্সবাজার ক্রীড়া লেখক সমিতি নির্বাহী সদস্য ছৈয়দ আলম, জেলা রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবী, ডিএফএ সদস্য সুবীর বড়ুয়া ভুলু, আবছার উদ্দিন, মোহাম্মদ হানিফ, তারকা ফুটবলার সিরাজুল করিম, ইব্রাহিম বাবু,ফাহিম সহ বিভিন্ন সাবেক এবং বর্তমান খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: