ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

৯১ জেলেকে ফেরত পাঠাল বিজিবি

66টেকনাফ প্রতিনিধি ::

বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ঘুমধুম বিজিবি বিওপিতে (তল্লাশি চৌকি) অনুষ্ঠিত পতাকা বৈঠক শেষে বুধবার সকালে তাদের  ফেরত পাঠান হয়। বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা ২০১৫ সালের ৮ ডিসেম্বর  তাদের আটক করে। 

পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৩৪ বিজিবির অধিনায়ক  ইমরান উল্লাহ সরকার। অপরদিকে মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন ডেপুটি ডাইরেক্টর ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট মংডু মিয়ানমার এর চ্য চ্য।  

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, বিজিবির সেক্টর সদর দপ্তর কক্সবাজারের অতিরিক্ত পরিচালক (অপারেশন)আবদুস সালাম, ৩৪ বিজিবি অতিরিক্ত পরিচালক (উপ-অধিনায়ক) আবুল খায়ের, কক্সবাজার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা।

পাঠকের মতামত: