ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

৮ দিন পর বান্দরবান-চট্টগ্রাম সড়কে গাড়ি চলাচল শুরু

দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি :
ভারি বর্ষন ও পাহাড়ি ঢলে ডোবা ছিল বান্দরবান-চট্টগ্রাম সড়কের বাজালিয়া এলাকায়। ফলে আটদিন ধরে সারাদেশের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ ছিল। মঙ্গলবার (১৬ জুলাই) রাত থেকে বন্যার পানি কমে যাওয়ায় চট্টগ্রাম-বান্দরবারেন প্রধান সড়কের পানি সরে গেছে। এতে বন্ধ থাকার আট দিন পর আজ বুধবার (১৭ জুলাই) সকাল থেকে বান্দরবানের সঙ্গে সারাদেশের যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবারক হোসেন বলেন, ‘বাজালিয়ার মাহালিয়া রাস্তার মাথা এলাকায় সড়ক থেকে পানি নেমে গেছে। ফলে বুধবার সকাল থেকে বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ স্বাভবিক হয়েছে।

পাঠকের মতামত: