ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

৭২ ঘন্টায় হারানো মোবাইল উদ্ধার করল কক্সবাজার সদর থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজার সদরের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া দুটি মোবাইল অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে ৭২ ঘন্টার মধ্যে উদ্ধার করে মালিককে বুঝিয়ে দিয়েছে পুলিশ। তবে এসময় কাউকে আটক করা যায়নি।
সোমবার (২০ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার সদর থানা প্রাঙ্গণে উদ্ধার করা ২টি মোবাইল নিজ নিজ মালিকের কাছে হস্তান্তর করেন।
থানা সূত্রে জানা যায়, জিডি এন্ট্রির পরবর্তীতে কক্সবাজার সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নির্দেশে এস আই আসাদুর রহমানের সার্বিক তত্তাবধায়নে এএস আই শিবল কান্তি দে এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তায় বিভিন্ন এলাকা হতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে। মোবাইলের মালিক ভারুয়াখালী এলাকার নুরুল আজিম ও তোতকখালী এলাকার জোসেফের নিকট হস্তান্তর করেন।
হারানো মোবাইল ফোন ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করে পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

পাঠকের মতামত: