ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

৫ বছর ধরে তালাবদ্ধ সরকারী অফিস !

received_482657338737395কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে অবস্থিত সরকারী ডাকঘরটি বিগত ৫ বছর ধরে তালাবদ্ধ রয়েছে। ভবনটি তৈরীর পর থেকে  একদিনের জন্যও অফিসের কার্যক্রম চলেনি। গতকাল ১৫ আগস্ট ছিল জাতীয় শোক দিবস। প্রত্যেক সরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধ নির্মিত রাখার বিধান থাকলেও মগনামা ডাকঘরের অধীন কর্মরত অস্থায়ী পোস্টার জাতীয় শোক দিবসে পতাকা উত্তোলন করেননি। ওই পোস্টমাস্টার তার বাড়িতে বসে বসে সরকারী দায়িত্ব পালন করে! লাখ লাখ টাকা ব্যয় করে সরকারী ভবন তৈরী করে কেন এভাবে ফেলা রাখা হয়েছে এ প্রশ্নের জবাব কেউ দিতে পারছেনা। তবে এ বিষয়ে আমি বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের সু-দৃষ্টি কামনা করছি।
ছবি ও প্রতিবেদনঃ মুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া

পাঠকের মতামত: