ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

৫ ইউনিয়ন নিয়ে গঠিত হচ্ছে ঈদগাঁও উপজেলা

কক্সবাজার সদর প্রতিনিধি :: কক্সবাজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁও’র গনমানুষের প্রানের দাবি অবশেষে পুরন হতে যাচ্ছে।
গঠিত হতে যাচ্ছে নতুন উপজেলা ‘ঈদগাঁহ’। সদর উপজেলার ঈদগাঁওর ৫টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত হবে এই ঈদগাঁহ উপজেলা।
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব নুমেরী জামান গত সোমবার ২৪ জুন এ সংক্রান্ত পরিপত্র জারী করেন। নবগঠিত ঈদগাঁহ উপজেলার প্রস্তাবটি বাস্তবায়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বরাবরে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞপ্তিটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বলে সুত্রে প্রকাশ।
উল্লেখ্য যে ৫ ইউনিয়ন নিয়ে ঈদগাঁহ উপজেলা গঠিত হচ্ছে সেগুলো হল: ঈদগাঁও ইউনিয়ন পরিষদ, জালালাবাদ ইউনিয়ন পরিষদ, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ, পোকখালী ইউনিয়ন পরিষদ, ইসলামপুর ইউনিয়ন পরিষদ

পাঠকের মতামত: