ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

৪৭ তম জাতীয় স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা শুরু

নুরুল আমিন হেলালী, কক্সবাজার :
৪৭তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। ৩সেপ্টেম্বর সকাল ১১ঘটিকার সময় ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয় মাঠে কক্সবাজার সদর উপজেলা উত্তর জোনের খেলা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উত্তরজোনের আহবায়ক ও ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক এ.কে.এম আলমগীর। লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত বালিকা ফুটবল খেলায় প্রথমে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয় ও ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ায় পরবর্তিতে টাইব্রেকারের মাধ্যমে ৪-৩ গোলে ঈদগাহ জাহানারা জয় লাভ করে। ২য় ম্যাচে নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়কে ২-১ গোলে হারিয়ে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় জয় লাভ করে। শেষ ম্যাচে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন ২-০ গোলে নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে জয় লাভ করে। ফলাফলে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে কাবাডি বালিকাতে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন সদর উত্তরজোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল মজিদ খাঁন, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকতনের ক্রীড়া শিক্ষক নুরুল আমিন হেললী, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আহমদ কবির, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ছৈয়দ করিম।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম উদ্দিন জানান, সদর উপজেলা স্কুল-মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগীতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উত্তর ও দক্ষিণ জোন ভাগ করে খেলা পরিচালনা করা হচ্ছে এবং উভয়জোনের চ্যাম্পিয়ন দল নিয়ে আগামী ৬ সেপ্টেম্বর সদর উপজেলা ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এছাড়া সাংবাদিক কাফি আনোয়ার, রেফারী মিজানুর রহমানসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। ৪ সেপ্টেম্বর ঈদগাঁও বঙ্গবন্ধু স্টেডিয়ামে সকাল ১০টার সময় ফুটবল বালক অনুষ্ঠিত হবে। এতে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন ও নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহন করবে বলে জানা গেছে।

পাঠকের মতামত: