ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

৪০টি মাদার ট্রী ৫০একর বনভুমি বিক্রী করে কোটি টাকা হাতিয়ে বিদায় হলেন বিটকর্মকর্তা

asssমনির আহমদ, চকরিয়া :::

চকরিয়া উপজেলার বানিয়ারছড়স্থ বরইতলী বনবিটের ৪০টি মাদার ট্রী গর্জন গাছ বিক্রী এবং ৫০একর বনভূমি  বিক্রী বেহাত করে বিদায় হয়েছেন বিট কর্মকরতা মনজুর মুর্শেদ। চকরিয়া উপজেলার দৃশ্যমান স্থানের বানিয়ারছড়স্থ বরইতলী বনবিট অফিস সংলগ্ন এলাকার সংরক্ষিত বনভূমি থেকে এসব মাদার ট্রী গর্জন গাছ বিক্রী ও বনভূমি বেহাত করেছেন সদ্য বিদায়ী এ বনবিট কর্তা।  শাহজাহান বাহিনী নামক বনদস্যু গ্রুপের সাথে হাত মিলিয়ে এসব মাদারট্রী গর্জন গাছ ও বনভূমি রাতারাতি দখল পরবর্তি ঘর তৈরীর সুযোগ দিয়ে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ বিদায়ী ওই বনবিট কর্মকর্তার বিরোদ্ধে।
সরেজমিনে চকরিয়া উপজেলার বানিয়ারছড়স্থ বরইতলী বনবিট অফিস সংলগ্ন এলাকার সংরক্ষিত বনভূমি এলাকার নতুন ঘরবাড়ী তৈরী করে অবস্থান করা লোকজন জানায়, প্রতি কানি অর্থাৎ ৪০শতক জমির দখল কিনে ঘর বাঁধার জন্য ৪ লক্ষ টাকা করে দিতে হয়েছে। প্রথমে অর্ধেক দিয়ে জমির দখল  করে পরিদর্শনে দেখা যায় গত নভেম্বর ও ডিসেম্বর মাসে ৪০টির ও অধিক মাদার ট্রী গর্জন গাছ কেটে নেয়ার  এবং ৫০একর বনভূমি  দখল দিয়ে ঐ স্থানে দেড়শতাধীক হাঙ্গামা ঘর। এভাবে কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদায়ী বিট কর্মকর্তা মনজুর মোর্শেদ বদলী হয়ে চলে যান চট্টগ্রামের সাতকানিয়ায়।

পাঠকের মতামত: