ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

৩ দিনেও উদ্ধার হয়নি চকরিয়ার অপহৃত যুবক

ophit mestriনিজস্ব সংবাদদাতা, চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়ায় একদল দুর্বৃত্ত আব্দুল কাদের (৩৫) নামের এক যুবককে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপহৃতের পিতা আহমদ হোছাইন চকরিয়া থানায় একটি জিডি (নং–১০২০/২৩.১০.১৭) করেছেন। এদিকে গত তিনদিনেও আব্দুল কাদের উদ্ধার না হওয়ায় তার পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। গত ২১ অক্টোবর সকালে চকরিয়া পৌরসভার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে এ ঘটনা ঘটে। অপহৃত যুবক পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের নাপিতখালী এলাকার আহমদ হোছাইনের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মেস্ত্রি। অপহৃত যুবকের ভাই ফজলুল কাদের বলেন, ‘গত শনিবার সকালে মিটার সংক্রান্ত কাজ সারতে চকরিয়া পল্লী বিদ্যুৎ অফিসে যায় আমার ভাই আবদুল কাদের। ওইদিন রাতেও বাড়িতে না ফেরায় আমরা চারিদিকে খোঁজাখুজি শুরু করি। তারপরও কোথাও তাকে পাওয়া যায়নি। পরদিন রবিবার সকাল দশটার দিকে আবদুল কাদের আমার মোবাইলে (০১৮৩০–৪৬২৪৫৭) কল করে। এ সময় সে কান্নাজড়িত কণ্ঠে হারবাং আজিজনগর সীমান্তের গহীন অরণ্যে তাকে আটকে রাখা হয়েছে বলে জানায়। অপহরণকারীরা তাকে ছাড়তে পঞ্চাশ হাজার টাকা দাবি করছে বলেও জানায় সে। এ ঘটনায় আমরা লিখিত এজাহার নিয়ে চকরিয়া থানায় গেলেও যথাযথ ব্যবস্থা না নেয়ায় পরবর্তীতে আমরা একটি সাধারণ ডায়েরি রুজু করি।
এ ব্যাপারে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, অপহরণের ঘটনাটি আমি অবগত নই। তারপরও এ রকম কোন ঘটনা ঘটলে অপহৃতকে উদ্ধারে পুলিশ অভিযান চালাবে।

পাঠকের মতামত: