ঢাকা,মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

"উপজেলা প্রশাসন ও বনবিভাগের যৌথ অভিযান"

চকরিয়ায় ৩০ মেশিন ধ্বংস, হাজার ফুট পাইপ সহ ২টি গাড়ী জব্দ

জিয়াউল হক জিয়া, চকরিয়া :: চকরিয়ার ডুলাহাজারাস্হ বঙ্গবন্ধু শেখ মুজিব সার্ফারি পার্ক সংলগ্ন প্রবাহমান বগাইছড়ি খাল লাগোয়া দাঙ্গারবিল ও পাগলিরবিল ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনকারী রোধে যৌথ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও বনবিভাগ।
আজ সোমবার (৬জুন) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান।বনবিভাগের পক্ষে ছিলেন পার্কের রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম।

অভিযানের সত্যতা নিশ্চিত করে রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, এলাকাতে অবৈধ বালু উত্তোলনকারী একটি সিন্ডিকেট আছে। এই সিন্ডিকেটের সক্রিয় লোকেরা সার্ফারি পার্ক সংলগ্ন বগাইছড়ি খাল ও লাগোয়া দাঙ্গারবিল সহ পাগলিরবিল ছড়া খাল থেকে শ্যালু মেশিন বসিয়ে বালু উত্তোলন করে চলছে।

এমন খবরের সত্যতা পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায়, আমি ও আমার স্টাফগণ মিলে অভিযান পরিচালনা করি।  অভিযানে ৩০টি শ্যালু মেশিন ধ্বংস এবং ১ হাজার ফুট পাইপ সহ ২টি ডাম্পার গাড়ী জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে। এবিষয়ে আইনগত ব্যবস্হা নেওয়া হবে বলেও জানিয়েছেন।

পাঠকের মতামত: