ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

 ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৯৫ জনের করোনা শনাক্ত, মারা গেছেন আরও ৩৭ জন

সিএন ডেস্ক ::  দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা ৭৪৬ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ১৪০ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫ শতাংশ।

দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১০৩ টি নমুনা সংগ্রহ করা হয়েছে টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৫১০ টি। দেশে মোট ৩ লাখ ৪৫ হাজার ৫৮৩ নমুনা পরীক্ষা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে করোনার সর্বশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

এর আগে, গতকাল সোমবার ২ হাজার ৯১১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৭ জন।

গত ২ ফেব্রুয়ারি থেকে দেশে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা শুরু করে। ৮ মার্চ দেশে প্রথম রোগী শনাক্ত হয়।

পাঠকের মতামত: