ঢাকা,মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

১৯শে সেপ্টেম্বর মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে হেফাজত

Hefajatঅনলাইন ডেস্ক ::

রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে আগামী ১৯শে সেপ্টেম্বর ঢাকার মিয়ানমারের দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। এরপরও হত্যা বন্ধ না হলে রাখাইন অভিমুখে লংমার্চ কর্মসূচি দেয়া হবে বলেও হুমকি দেয়া হয়। এছাড়া সংগঠনটির পক্ষ থেকে ১৬ই সেপ্টেম্বর সারাদেশে বিক্ষাভ ও গণমিছিল এবং ২১শে সেপ্টেম্বর জাতিসংঘ ও ওআইসি মহাসচিবের কাছে স্মারকলিপি দেয়া হবে। আজ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব জুনাইদ বাবুনগরী বলেন, রোহিঙ্গাদের সন্ত্রাসী বলা মানবাধিকার লঙ্ঘন। তারা মজলুম, নির্যাতিত। মুক্তিযুদ্ধের সময় রোহিঙ্গারা আমাদের আশ্রয় দিয়েছিল, ভারতে হিন্দুরা আমাদের আশ্রয় দিয়েছিল। তাহলে আমরা কেন তাদের আশ্রয় দিতে পারব না? তিনি বাংলাদেশ সরকারকে মিয়ানমারের উপর কূটনৈতিক চাপ সৃষ্টির জোর দাবি জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের গণহত্যা বন্ধ না হলে মিয়ানমারের সঙ্গে সকল প্রকার সর্ম্পক ছিন্ন করতে হবে। সংবাদ সম্মেলনে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও চট্টগ্রাম মহানগরের সভাপতি তাজুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, লোকমান হাকিম, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পদক আনাস মাদানীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: