১৫ ডিসেম্বর কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা মাতাবেন ক্লোজআপ টপটেন শিল্পী রুমি, আনিকা চৌধুরী এবং চট্টগ্রামের রন্টি দাশ।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে ওই দিন রাত ৮ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তারা গান পরিবেশন করবেন। অনেক চড়াই উতরাই পেরিয়ে আগামি ১৫ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলা। উদ্বোধন উপলক্ষ্যে বিকাল ৫ টায় শহরের কলাতলী রোড়ের হোটেল সী-প্যালেসের বিপরীতে গণপূর্তের খেলার মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সদর-রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উখিয়া-টেকনাফ আসনের সাংসদ আব্দুর রহমান বদি, চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ হাজি মোহাম্মদ ইলিয়াছ, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খোরশেদ আরা হক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফোরকান আহমদ, পুলিশ সুপার শ্যামল কুমার নাথ, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে পর্যটক সহ সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কাজী মোরশেদ আহমদ বাবু ও প্রধান সমন্বয়ক সাহেদ আলী সাহেদ।
পাঠকের মতামত: