ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

১১-১৬ নভেম্বর ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত মহেশখালী, চকরিয়া, পেকুয়ায় বিদ্যুৎ বন্ধ থাকবে

চকরিয়া নিউজ ডেস্ক ::
পল্লী বিদ্যুৎ সমিতির কক্সবাজারের মহেশখালী জোনাল অফিসের সরকারি ডেপুটি ম্যানেজার কাজী এমদাদুল হক জানিয়েছেন, আগামীকাল ১১ ই নভেম্বর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মহেশখালী চকরিয়া পেকুয়া বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিংহতে পারে।
কারণ এই সময়ে দোহাজারী গ্রিডের সংস্কার, দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত নির্মাণাধীন রেললাইনে সরানোর কাজ চলবে। তাই এই সময়ে কক্সবাজার থেকে এই তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হবে। সে কারণে ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।
সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।

পাঠকের মতামত: