ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ সদর উপজেলার হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বার্তা পরিবেশক ::

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার তত্ত্বাবধানে কক্সবাজার সদর উপজেলার ২য় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিযোগিতা উপজেলার বিভিন্ন হেফজখানার শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করেন। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার আহবায়ক হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব হাফেজ মাওলানা জামাল উদ্দিন তাওহীদ।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মুফতি সোলাইমান কাসেমী ও আল জামেয়া আল ইসলামিয়া পটিয়ার হেফজ বিভাগের শিক্ষক সাজ্জাদ হোসাইন।

উদ্বোধনী বক্তব্যে সোলাইমান কাসেমী বলেন, কুরআনের খেদমতের প্রথম ও প্রধান শর্ত হলো খুলোসিয়াত তথা নিষ্ঠার সাথে কার্য সম্পাদন করা অন্যথায় চাকচিক্য এবং লোক দেখানো কাজ খুব বেশি দিন স্থায়ী হয়না।

উপস্থিতিদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার সদর-রামু আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী ডা. মোহাম্মদ আমিন, হোটেল অষ্টারিকো’র সত্ত্বাধীকারী মোঃ হাবিবুর রহমান কন্টাকটার, বাংলাদেশ মোজাহিদ কমিটির কক্সবাজার জেলা শাখার ছদর বদিউল আলম সওদাগর ও ক্বারী কলিমুল্লাহ প্রমুখ।

প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা সোলাইমান কাসেমী, সহকারী বিচারকের দায়িত্ব পালন করেন কক্সবাজার বদর মোকাম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা কাজী এমদাদুল্লাহ ও পটিয়া মাদরাসার হিফজ বিভাগের শিক্ষক হাফেজ সাজ্জাদ হোসাইন।

প্রতিযোগিতায় জেলা আহ্বায়ক কমিটির অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদস্য হাফেজ মাওলানা রিয়াদ হায়দার, হাফেজ মাওলানা মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ মাওলানা আলী হায়দার, অর্থ সচিব হাফেজ ক্বারী মাওলানা আলমগীর হোসাইন।

প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা হাফেজ মোঃ আলম। এছাড়া চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ জাকারিয়া খালেদ, অর্থ সম্পাদক মাওলানা হাফেজ মোঃ রফিক উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতা করেন মাওলনা হাফেজ সরওয়ার আলম, হাফেজ মাওলানা কায়ছার হামিদ, মাওলানা ফজলুল করিম ও মাওলানা আবদুল্লাহ আল মামুন।

প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন মোট ১৩০ জন শিক্ষার্থী। এর মধ্যে প্রত্যেক গ্রুপের ১ম থেকে ৪র্থ স্থান অধিকারী মোট ১২ জন শিক্ষার্থীকে আকর্ষণীয় পুরস্কার দেয়া হয় এবং বাকি অংশ গ্রহণকারীদের মাঝে সান্তনা পুরস্কার দেয়া হয়।

প্রতিযোগিতার ক গ্রুপ ১০ পারায় ১ম স্থান অধিকার করেন হাজি মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলীর পুত্র শরিফুল ইসলাম, ২য় স্থান অধিকার করেন নুরুল হাকিমের পুত্র নাজমুল হাসান, ৩য় স্থান অধিকার করেন মরহুম সিরাজুল ইসলামের পুত্র মোহাম্মদ শাহেদ, ৪র্থ স্থান অধিকার করেন নুর মোহাম্মদের পুত্র মোঃ আবদুর রহিম। খ গ্রুপ ২০ পারায় ১ম স্থান অধিকার করেন আবদুল্লাহ মামুনের পুত্র হাসসান সাঈদ ওবায়দুল্লাহ, ২য় স্থান অধিকার করেন কাজী এরশাদুল্লাহর পুত্র মাহমুদুল হক আলহাদী, ৩য় স্থান অধিকার করেন কামাল উদ্দিনের পুত্র আবদুল্লাহ নুর, ৪র্থ স্থান অধিকার করেন রেজাউল করিমের পুত্র মোঃ আজমী। গ গ্রুপের ৩০ পারায় ১ম স্থান অধিকার করেন মোঃ আবুল কালামের পুত্র আবদুল্লাহ, ২য় স্থান অধিকার করেন মোঃ জুবাইরের পুত্র মোঃ আসিফ, ৩য় স্থান অধিকার করেন আজিজুল হক এর পুত্র ছৈয়দ আশরাফুল ইসলাম, ৪র্থ স্থান অধিকার করেন নুর মোহাম্মদ এর পুত্র সাইমুম হাসান।

সমাপনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মুফতি সোলাইমান কাসেমী।

পাঠকের মতামত: