ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

সভাপতি ডা. নজির, সম্পাদক এনাম

হালকাকারা জামে মসজিদের নতুন পরিচালনা কমিটি গঠন

চকরিয়া অফিস ::  হালকাকারা জামে মসজিদের চলমান উন্নয়ন ও সংস্কার কাজ গতিশীল করার লক্ষে নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। পূর্বের কমিটি বিলুপ্ত করে এই নতুন কমিটি গঠন করা হয়। ঘোষিত নতুন কমিটি হালকাকারা জামে মসজিদের চলমান উন্নয়ন কাজ সহ মসজিদের সার্বিক কাজ আগামী তিনবছরের জন্য পরিচালনা করবেন।

এ উপলক্ষে শুক্রবার (২৯ নভেম্বর) রাত ৮টায় হালকাকারা আল ইয়ামিন (ক্যাডেট) মাদ্রাসা মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান কমিটির সভাপতি এনামুল হক ছুট্টোর সভাপতিত্বে ও সাংবাদিক বশির আল মামুনের সঞ্চালনায় প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওইসময় স্থানীয় মুসল্লিরা পূর্বের কমিটির বিরুদ্ধের নানা অনিয়মের অভিযোগ এনে বাতিল করার অনুরোধ করেন।

পরে মুসল্লিদের সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করার সিন্দ্বান্ত নেওয়া হয়। তাৎক্ষনিক দ্বিতীয় অধিবেশনের মাধ্যমে এলাকার প্রবীণ মুরব্বি এবিএম সাকেরকে আহবায়ক, ডা.জাকের হোসাইন ও নাছির উদ্দীন সুনোকে যুগ্ম আহবায়ক করে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

এসময় মুসল্লিদের সর্বসম্মতিক্রমে ডা.নজির আহমদকে সভাপতি ও এনামুল হক ছুট্টোকে সাধারণ সম্পাদক এবং ১০ সদস্য বিশিষ্ট্য শক্তিশালী উপদেষ্ঠা কমিটিসহ ২৭ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

উপদেষ্ঠা কমিটির সদস্যরা হলেন, এবিএম সাকের, ডা: ডাকের হোজাইন, অধ্যাপক বশির আহমদ, মনছুর আলম ছিদ্দিকী, কামাল উদ্দিন মাষ্টার, নাছির উদ্দিন সুনো, রেজাউল করিম (মরহুম ইছাক আহমদ কণ্ট্রাক্টারের পুত্র), প্রকৌশলী নূরুল আবচার, কপিল উদ্দিন (প্রবাসী), নুরুল আবচার ভেন্ডার।

কার্যকরী কমিটির নেতৃবৃন্দ

সহ-সভাপতি নাজেম উদ্দিন সওদাগর, সহ-সভাপতি নজরুল ইসলাম ছিদ্দিকী, সহ-সভাপতি আবদুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব মেকার, অর্থ সম্পাদক রাশেদ কামাল, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ হোসাইন, দপ্তর সম্পাদক মুবিনুল হক।

সম্মানিত সদস্যবৃন্দ

জসিম উদ্দিন, আবদুল করিম, বশির আল মামুন, নুরুল আলম সওদাগর, হাবীব উল্লাহ ড্রাইবার, রুহুল আমিন মেস্ত্রী, নুরুল আমিন, জালাল উদ্দিন সওদাগর, মাওলানা শহিদুল্লাহ, মাষ্টার ফরিদুল আলম, ওসমান গণি, অধ্যাপক মোশারফ হোসেন মুন্না, সাঈদ মোস্তাকিম সিফাত, কফিল উদ্দিন, আবরার ওয়াছি মোহাম্মদ জিহান, সরওয়ার আলম ও ইকবাল হোসেন।

পাঠকের মতামত: