ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

হারবাং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৮টি দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক :: চকরিয়া উপজেলার হারবাং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে টিনশেড একটি মার্কেটের ৮ টির মতো দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দেড় কোটি টাকা বলে স্থানীয়দের ধারণা।

দোকানের ভেতরে কেউ ছিল না। তাই কেউ হতাহত হয়নি। খবর পেয়ে আধাঘন্টা পরে চকরিয়া থেকে ফায়ার সার্ভিস পৌঁছে।

স্থানীয় জনসাধারণের সহায়তায় তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শুক্রবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে চারটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। মুঠোফোনে এ খবর জানিয়েছেন স্থানীয় বাসিন্দা সমাজকর্মী মোকতার আহমদ।

অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে যাওয়ার তথ্যটি তার ভাষ্য থেকে উঠে এসেছে। যেখানে ফলের দোকান, মধু বেকারি, কুলিং কর্ণার, সেলুন, মোবাইল সামগ্রী, মুদি মালামাল, পান-সিগারেটের দোকান ছিল।

মোকতার আহমদ জানান, ক্ষতিগ্রস্ত দোকানদাররা কোন মালামাল বের করতে পারেনি। সব পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি জানান, কম সময়ে আগুন নিয়ন্ত্রণে আনা গেছে। না হলে অন্যান্য দোকানগুলোতে আগুন লেগে আরো বড় ধরণের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতো।

পাঠকের মতামত: