চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ::
চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেপি দেওয়ানের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন হারবাং গুনামেজু বৌদ্ধ বিহারের নবগঠিত পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। ওই সময় বর্তমান পরিচালনা কমিটির সভাপতি মিসেস ক্য চিন ঠে (ডলি) উপজেলা নির্বাহী অফিসারকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
সোমবার (২০জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গুনামেজু বৌদ্ধ বিহার কমিটির নেতৃবৃন্দরা ইউএনও সাথে এই সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
ইউএনও সাথে মতবিনিময় ও সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন, হারবাং গুনামেজু বৌদ্ধ বিহার নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি মিসেস ক্য চিন ঠে (ডলি), সাবেক সভাপতি বাবু উসাং সওদাগর, বর্তমান পরিচালনা কমিটির সহ-সভাপতি আবু মং রাখাইন, সাধারণ সম্পাদক থোই লাইং, কমিটির সদস্য মি: আউ, সদস্য মিসেস ওয়েমেসহ বিভিন্ন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হারবাং গুনামেজু বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাথে মতবিনিময়ে ইউএনও জেপি দেওয়ান এসময় বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। সরকার দেশের প্রতিটি ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির সেতুবন্ধনে কাজ করার পাশাপাশি আলাদাভাবে প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠান আধুনিকায়নে কাজ করে যাচ্ছেন। সেই আলোকে বৌদ্ধ বিহারসহ সকল ধর্মের প্রতিষ্ঠানকে উন্নয়নে ঢেলে সাজাচ্ছেন সরকার।
তিনি আরও বলেন, সরকার উন্নয়নের ক্ষেত্রে সকল ধর্মের মানুষ ও ধর্মীয় প্রতিষ্ঠানকে সমানভাবে অগ্রাধিকার দিচ্ছেন। এরই অংশ হিসেবে হারবাং গুনামেজু বৌদ্ধ বিহার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার দেড় কোটি টাকা ব্যয়ে পেয়েছে নতুন একটি ভবন। প্রাচীনতম এ বৌদ্ধ বিহারটি রক্ষনাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত এবং বিহারের কল্যাণে বর্তমান কমিটিকে কাজ করার আহবান জানান।
পরে ইউএনও জেপি দেওয়ানকে হারবাং গুনামেজু বৌদ্ধ বিহার নবগঠিত ১১সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি তুলে দেন বর্তমান পরিচালনা কমিটির সভাপতি মিসেস ক্য চিন ঠে (ডলি)।
পাঠকের মতামত: