নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে পাচারকালে চোরাই গাছ ভর্তি একটি পিকআপ গাড়ি জব্দ করেছে বনবিভাগ। শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বনকর্মীরা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের হারবাং বনবিটের অধীন দরগামোড়া নামক এলাকা থেকে গাড়িটি জব্দ করেন। তবে ওইসময় চালক ও গাছ পাচারে জড়িতরা পালিয়ে যায়।
হারবাং বনবিট কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, শুক্রবার বিকালে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতী রেঞ্জের অধীন চকরিয়া উপজেলার হারবাং বনবিট এলাকার বনাঞ্চল থেকে চোরাই গাছ ভর্তি করে একটি পিকআপ গাড়ি গন্তব্যে যেতে প্রস্তুতি নিচ্ছিল। ওইসময় গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে তাৎক্ষনিক সহকারী বন সংরক্ষক (পদুয়া রেঞ্জ) ইমরান আরাফাতের নির্দেশে অভিযান চালিয়ে মহাসড়কের দরগা মোড়া নামক স্থান থেকে অবৈধ বনজ দ্রব্য পরিবহন অবস্থায় একটি পিকআপ জব্দ করা হয়।
বিট কর্মকর্তা বলেন, অভিযানের বিষয়টি টের পেয়ে গাড়ি চালক ও পাচারকারে জড়িত চক্রের লোকজন পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গাছ ভর্তি গাড়িটি বনবিট কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। এব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।
পাঠকের মতামত: