ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

হাজারো নেতাকর্মীর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন কাজল

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :   কক্সবাজার -৩ আসনের বিএনপি’র মনোনয়নপত্র গ্রহন করে লুৎফুর রহমান কাজল ২৭ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁঁছালে কক্সবাজার সদর-রামুর হাজার হাজার নেতাকর্মী, সমর্থক তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় কক্সবাজার-৩ আসনে বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত ধানের শীষ প্রতীকের একক প্রার্থী লুৎফুর রহমান কাজল বলেন, আমাকে বিএনপি কক্সবাজার-৩ আসনে বার বার মনোনয়ন দিয়ে চির ঋনী করছে। এটা সম্ভব হয়েছে আমার প্রতি এলাকার মানুষের অগাধ আস্থা ও নিরন্তর ভালবাসার কারণে। এ ভালবাসার প্রতিদান আমি কোনদিন শোধ পারবোনা। লুৎফুর রহমান কাজল সকল সর্বস্থরের নেতাকর্মী, সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহবান জানান। এদিকে, লুৎফুর রহমান কাজল ২৮ নভেম্বর বুধবার সকাল ১১ টায় কক্সবাজারের জেলা প্রসাশক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেবেন বলে লুৎফুর রহমান কাজলের একান্ত সহকারী মোহাম্মদ দেলোয়ার হোসাইন জানিয়েছেন।

পাঠকের মতামত: