ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

সড়ক নয় যেন মরণ ফাঁদ!

কক্সবাজার প্রতিনিধি ::

কক্সবাজার পৌরসভার আলীর জাঁহাল স্টেশনে সড়কের বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘ দিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীসহ হাজার হাজার মানুষদের। সড়কটি যেন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, উক্ত সড়ক নির্মাণ কাজে নিম্ন মানের মালামাল ব্যবহার করায় সড়কের অনেকস্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যানচলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এতে সড়কে যানবাহন ও পথচারীরা দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। সড়কের দুরাবস্থা দেখার যেন কেউ নেই..? সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত হয়ে বেহাল দশা বিরাজ করছে। এর মধ্যে বৃষ্টি হলে পানি জমে গর্তগুলোতে কাদা, নর্দমা একাকার হয়ে সড়কটি পুকুরে পরিনত হয়! এলাকার সচেতন মহল জানান নির্বাচন আসলেই হাজারো উন্নয়নের বাণী শুনিয়ে হাতে পায়ে ধরে ভোট গুলি নিয়ে যাই কিন্তু উন্নয়নের অগ্রযাত্রা অসুস্থ হয়ে পড়ে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা দূরের কথা, নাক ডাকিয়ে ঘুমাই। সহরের গুরুত্বপূর্ণ আলীর জাঁহাল স্টেশন সড়কটি আজ দীর্ঘ দিন ধরে পুকুরে পরিনতি হলেও সংশ্লিষ্ট কতৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ না করায় এলাকাবাসী হতাশ। দীর্ঘ দিন ধরে সড়কের বেশীর ভাগ অংশে কার্পেটিং উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচলে মারাত্মক অসুবিধার সৃষ্টি হচ্ছে সেই সাথে বিপাকে পড়েছেন স্কুল কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীরা। গর্তগুলোতে বৃষ্টির পানি জমে যেন পুকুরে পরিনত হয়ে যায়। সড়কটি খাই খন্দকের কারনে সড়কে দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
কক্সবাজার পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার বলেন, সামান্য বৃষ্টিতে আলীর জাহাঁল স্টেশন পুকুরে পরিনতি হয়। দীর্ঘদিনের অবহেলায় এমন দশা।
সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করা হয়েছে।
তারা এবিষয়ে জরুরী ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন।

পাঠকের মতামত: