ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

স্বাস্থ্যবিধি মানছেন না পর্যটকরা

নিউজ ডেস্ক ::  নিষেধাজ্ঞা উপেক্ষা করে দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করছেন দর্শনার্থীরা। ঈদের ছুটিতে প্রশাসনের কড়াকড়ি না থাকায় স্বাস্থ্যবিধিও মানতে দেখা যায়নি পর্যটকদের।
করোনা মহামারিতে দেশের সব পর্যটন কেন্দ্র বন্ধ থাকলেও, ঈদের ছুটিতে নিষেধাজ্ঞায় শিথিলতা। এ সুযোগে পর্যটকসহ স্থানীয় দর্শনার্থীরা ভিড় করছেন কক্সবাজার সমুদ্র সৈকতে। দীর্ঘদিন পর সৈকত ফিরেছে চিরচেনা রূপে।

বেশিরভাগ পর্যটকই মানছেন না স্বাস্থ্যবিধি। তবে স্বাস্থ্যবিধি মানার অনুরোধ জানিয়ে সৈকতের প্রতিটি পয়েন্টে মাইকিং করছে ট্যুরিস্ট পুলিশ।

পাহাড় ও স্বচ্ছ জলের মিতালি দেখতে জাফলং, মায়াবী ঝর্ণা, লালাখাল, পাংথুমাই, লোভাছড়াসহ সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড়। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মন জুড়াতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বের হয়েছেন তারা।

হাওরের নৈসর্গিক রূপ দেখতে কিশোরগঞ্জের নিকলী বেড়িবাঁধ, বালিখোলা ও ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের নবনির্মিত সড়কে ভিড় করছেন পর্যটকরা। তবে বেশিরভাগ মানুষের মধ্যেই নেই স্বাস্থ্যবিধি মানার প্রবণতা।

পাঠকের মতামত: