ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য একদিন – চকরিয়ায় সিআইপি

Chakaria Picture 17-04-2017.(3)চকরিয়া প্রতিনিধি ::::

১৯৭১সালের ১৭ এপ্রিল মুজিবনগর অস্থায়ী সরকার মহান মুক্তিযুদ্ধ পরিচালনা করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এইদেশ স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য একদিন। ১৯৭১সালে মুক্তিযুদ্ধ চলাকালে এইদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আ¤্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নেয়।

গতকাল ১৭এপ্রিল বিকাল তিনটায় ছিকলঘাট ষ্টেশনে মুজিবনগর দিবস উপলক্ষে লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভায় কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ সিআইপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিমের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এড. আমজাদ হোসেন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান জাফর আলম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, মোক্তার আহমদ চৌধুরী, ছৈয়দ আলম কমিশনার, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার, কাকারা চেয়ারম্যান শওকত ওসমান, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুর রহমান, তারেকুল ইসলাম চৌধুরী, অর্থ সম্পাদক আজিজুল হক, ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, তাতীলীগের আহবায়ক সালাহউদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। ##

পাঠকের মতামত: