ঢাকা,মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

স্বপ্ন বিলাস কটেজ কর্তৃপক্ষের ফেলে দেয়া অবচেতন তরুণীর মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি ::
কক্সবাজার শহরের কলাতলীতে অবস্থিত স্বপ্ন বিলাস কটেজ ম্যানেজার ও কর্মচারীদের ফেলে দেয়া অবচেতন তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার কক্সবাজার সদর হাসপাতালে এ তরুণীর মৃত্যু হয়।
এর আগে রোববার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বর থেকে এ তরুণীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে ট্যুরিস্ট পুলিশ। এসময় আটক করা হয় কটেজটির ম্যানেজার ও কর্মচারীকে।
আটকরা হলেন, স্বপ্ন বিলাস কটেজের ম্যানেজার ও চট্টগ্রামের খুলসী থানার সিলভেষ্টার হায়ারের ছেলে খ্রিষ্ঠফার হালদার (৩০), একই কটেজের বয় ও খুরুশকুল এলাকার আব্দুল গফুরের ছেলে মোঃ সিদ্দিক (২৩)।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হুসেইন মোঃ রায়হান কাজেমি জানান, কবিতা চত্বর এলাকায় তানিয়া আক্তার মুন নামের এক তরুণীকে অচেতন অবস্থায় ফেলে চলে যাওয়ার সময় স্থানীয় লোকজন এই দুই জনকে পুলিশের কাছে সোর্পদ করে। পরে তরুণীকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় এবং দুই জনকে সদর থানায় পাঠানো হয়।
সোমবার দুপুরে কক্সবাজার সদর হাসপাতালে এ তরুণীর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন ইন্টারনি চিকিৎসক মৌসুমী। তিনি জানান, এ তরুণীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
কক্সবাজার সদর থানার এসআই আবদুর রহিম জানান, এ তরুণীর পিতা কক্সবাজার এসেছেন। এ ব্যাপারে আইন ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে, স্বপ্ন বিলাস কটেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের অভিযোগ এ কটেজে একটি চক্র বিভিন্ন স্থান থেকে অপহরণ করে নারীদের জিম্মি ছাড়াও যৌনকর্মে বাধ্য করছে।

পাঠকের মতামত: