ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

সৌদি আরবে ওমরাহর হজ্জ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার একজন নিহত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
সৌদি আরবে পবিত্র ওমরাহর হজব্রত পালন করতে গিয়ে মক্কা নগরীতে অবস্থানরত কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা মোস্তাক আহমেদ (৭০) নামের এক হাজি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সেখানে হজ্জ পালনে অবস্থানরত চকরিয়ার সাংবাদিক মোহাম্মদ আবদুল মতিন চৌধুরী। শনিবার রাতে সৌদি আরবের মক্কা নগরীতে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।

সাংবাদিক আবদুল মতিন চৌধুরী বলেন, এক সপ্তাহ আগে চকরিয়া উপজেলার পুর্বদিগর পানখালী গ্রামের বাসিন্দা মোস্তাক আহমেদ কাফেলার সঙ্গে পবিত্র ওমরাহর হজব্রত পালনে গমন করেন। শনিবার রাতে মক্কা নগরীতে অবস্থানকালে সড়ক পারাপার করতে গিয়ে একটি গাড়ির ধাক্কায় সড়কে সিটকে পড়েন মোস্তাক আহমেদ। এসময় সৌদি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক আহত মোস্তাক আহমেদকে স্থানীয় নুর হাসপাতালে ভর্তি করে। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোস্তাক আহমেদ।
সাংবাদিক মোহাম্মদ আবদুল মতিন চৌধুরী বলেন, সৌদি আরবে আইনী প্রক্রিয়া শেষে সেখানে তাকে দাফনের উদোগ নেওয়া হচ্ছে।

 

পাঠকের মতামত: