ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

“সোসাইটি অব ইন্জিনিয়ার”  এর যাত্রা শুরু চকরিয়া-পেকুয়ায়

বার্তা পরিবেশক ::

কারিগরি শিক্ষামুখী দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়া প্রিয় জন্মভুমি, দেশের দক্ষিণাচলের সাগর পাহাড়ের অপুর্ব মিতালী, সামাজিক-সাংস্কৃতিক সমৃদ্ধ  ঐতিহ্য, বিভিন্ন ধর্ম বর্নের মানুষের অসাম্প্রদায়িক সহবস্থান, প্রাকৃতিক সোন্দর্য্যের বিভিন্ন সমাহার সহ নেসর্গিক সোন্দর্য্য ও সাস্থ্যকর স্থান, বিশ্বের সর্বোচ্চ দীর্ঘতম সমুদ্র সৈকতের লীলাভূমি কক্সবাজার জেলার একমাত্র কারিগরি উচ্চ শিক্ষামুখী সরকারী প্রতিষ্ঠান, সৃষ্টিশীল  ও কর্মদক্ষ মানুষ গড়ার অন্যতম হাতিয়ার “কক্সবাজার পলিটেকনিক ইইন্সটিটিউট “থেকে পাসকৃত দেশের বিভিন্ন স্বনামধন্য কোম্পানি, এন্টারপ্রিনিউনার ও শিক্ষা প্রতিষ্টানে কর্মরত একশয়ের বেশি প্রফেশনাল ইঞ্জিনিয়ার নিয়ে গড়ে উঠা দক্ষিন চট্রলার অন্যতম বৃহৎ উপজেলা “চকরিয়া- পেকুয়া” থানার এই যাবত কালের সর্বপ্রথম, সর্ববৃহৎ একমাত্র ইন্জিনিয়ারিং   এসোচুসিয়েশন ” SOCIETY OF ENGINEER (CHAKARIA-PEKUA) এর,  Official Launch and Meetup Programme – 2019 এর সারাদিন ব্যাপী প্রোগ্রাম “চকরিয়ার গ্রীন বেলি কমিউনিটি সেন্টারে” সম্পন্ন হয়।

প্রোগ্রামে উপস্থিত ছিলেন প্রায় ১২ ব্যাচের সকল বড় ছোট ভাই বোন (ইঞ্জিনিয়ার)।

এচুসিয়েশন একমাত্র নিজেদের ইঞ্জিনিয়ারদের সহযোগীতার জন্য কাজ করবে, কারিগরি শিক্ষামুলক কাজ করে দেশকে এগিয়ে নিতে ভুমিকা রাখবে, জুনিয়রদের জব দিয়ে সহযোগীতা থেকে শুরু করে  সামাজিক বিভিন্ন উন্নয়ন কাজে এগিয়ে নিয়ে গিয়ে বৃহত্তর “চকরিয়া- পেকুয়াকে ” আরো সমৃদ্ধিশালী করতে একযোগে কাজ করবে।

পাঠকের মতামত: