ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

কক্সবাজার নাগরিক ফোরামের সভায় বক্তারা

সৈকত রক্ষায় আইনি পদক্ষেপ ও মানুষের ভোগান্তি কমানোর দাবি

প্রেসবিজ্ঞপ্তি :: কক্সবাজার নাগরিক ফোরামের কার্যকরি কমিটির সভায় বক্তরা বলেছেন সরকারি দৃশ্যমান উন্নয়ন প্রকল্পগুলি জেলাবাসির জন্য আর্শিবাদ তবে কোন কোন ক্ষেত্রে অভিশাপের কারণ হয়ে পড়েছে অপরিকল্পিত উন্নয়ন। বক্তরা বলেন প্রধান সড়ক সংস্কারের কাজ আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে মানুষের ভোগান্তি কমাতে হবে। একই সাথে শহরে সড়কের উপর চাপ কমাতে চলাচলরত অন্যান্য যানবাহনসহ টমটমের লাইসেন্স-এ নিয়ন্ত্রন রাখতে হবে। সভায় কক্সবাজার সমুদ্র সৈকতের সর্বত্র বেপরোয় দখল থামাতে নাগরিক ফোরাম প্রয়োজনে আইনি পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত হয়। কক্সবাজার পৌরসভার সম্মেলন কক্ষে ১০ ফেব্রুয়ারি রাতে অনুষ্ঠিত কার্যকারি কমিটির প্রথম সভায় বক্তারা উল্লেখিত দাবি ও সিদ্ধন্ত গ্রহন করেন।

নাগরিক ফোরামের সভাপতি আ ন ম হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও আব্দুল মতিন আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য সাইফুল ইসলাম চৌধুরী, এড. আবদুর রহিম, সহ-সভাপতি ওয়াহিদ মোঃ মোরাদুল কবির, রুহুল আমিন সিকদার, কার্যনিবার্হী কমিটির সেক্রেটারী অধ্যাপক এম.এ. আনোয়ারুল হক, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মাসু, হাজী শামশুল আলম, সাংবাদিক ইকরাম চৌধুরী টিপু, মোহাম্মদ হাশিম, সাংগঠনিক সম্পাদক মোর্শেদুর রহমান খোকন, সাংবাদিক মোস্তফা সরওয়ার, দৈনিক মেহেদীর নির্বাহী সম্পাদক ইকবাল বাহার, কামরুল ইসলাম চৌধুরী, আকবর বাদশা, জয়নাল আবেদীন, সাংবাদিক হাজি মোঃ ইলিয়াছ প্রমুখ। উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি তোফায়েল আহমদ, মোহাম্মদ আলম, জয়নাল আবেদীন, সাইফুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সভায় নাগরিক ফোরামের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান করাসহ বিভিন্ন গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয় এবং কক্সবাজারের বিভিন্ন সমস্যা ও জনদূর্ভোগ লাঘবে ধারাবাহিক ভাবে যথাযথ কর্তৃপক্ষের সাথে বৈঠকের সিদ্ধান্ত নেয়া হয়।

 

পাঠকের মতামত: